বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় হারের পর সেই সমালোচনা আরও তীব্র হয়েছে। কোচের কৌশল, খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে বদলির সময় নির্ধারণ—সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন সমর্থক ও বিশ্লেষকরা।বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে এগিয়ে থেকেও হেরে যাওয়ায় হতাশা চেপে রাখা কঠিন। এমন পরিস্থিতিতে ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে সরাসরি জানতে চাওয়া হয়—এই ব্যর্থতার পরও কি ক্যাবরেরাকে কোচ হিসেবে রাখা হবে?তাবিথ আউয়াল প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সংযত ভঙ্গিতে বলেন, ‘এখন মন্তব্যের সময় নয়। ম্যাচটা সবে শেষ হয়েছে। অবশ্যই ম্যাচ-পরবর্তী একটি ব্রিফিং হবে, তখন বিস্তারিত আলোচনা করা হবে।’ম্যাচে বাংলাদেশ শুরুটা দারুণ করেছিল। ১৩তম মিনিটে হামজা চৌধুরীর নিখুঁত...