ওয়েস্ট ইন্ডিজকে আহমেদাবাদ টেস্টে আড়াই দিনে হারিয়েছিল ভারত। আজ দিল্লিতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। আহমেদাবাদের উলটো পিচ বানানো হয়েছে দিল্লিতে। এই পিচে সাহায্য পাবেন ব্যাটাররা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচ। সেখানকার পিচে অল্প ঘাস রাখা হয়েছে। বেশির ভাগ জায়গাই ফাঁকা। পাশাপাশি কালো মাটির পিচে খেলা হবে, যেখানে সুবিধা পেতে পারেন ব্যাটাররা। পরের দিকে পিচ শুকিয়ে গেলে স্পিনাররা সাহায্য পাবেন। আহমেদাবাদে যে পিচে খেলা হয়েছিল, তা সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে সবুজ। লাল মাটির পিচে চার মিলিমিটার ঘাস রাখা হয়েছিল। জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজ ভারতের দুই ফাস্ট বোলার সাহায্য পেয়েছিলেন পিচ থেকে। দুই ইনিংস মিলিয়ে ৯০ ওভারও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ১৪০ রানে হেরেছিল। দিল্লির পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে। আউটফিল্ড থাকবে দ্রুত। বাউন্ডারির দৈর্ঘ্য একটু ছোট হতে পারে।...