বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার এবং অন্যান্য রাজনীতিকদের ওপর ড্রোন দিয়ে বোমা হামলার পরিকল্পনার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অ্যান ফ্রানসেন। খবর আল জাজিরার। প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজনদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হত্যাচেষ্টা’ ও ‘সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণের’ অভিযোগে তদন্ত চলছে। তবে, তিন জনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনকে শুক্রবার (১০ অক্টোবর) আদালতে তোলা হচ্ছে। বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর ফ্রানসেন বলেন, অভিযুক্তরা জিহাদি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। এছাড়াও তারা এমন একটি ড্রোন তৈরি করার পরিকল্পনা করেছিল, যা বিস্ফোরক বহনের সক্ষম। নিরাপত্তা বিবেচনায় ওই অভিযুক্তদের নাম-পরিচয় জানানো হয়নি। তবে, প্রধানমন্ত্রী ডে ভেভারকেই লক্ষ্য করা হয়েছিল বলে সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইঙ্গিত...