কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার আসামি লালন ওরফে শুটার লালনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ফিলিপনগর ইউনিয়নের বৈরাগীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লালন একই ইউনিয়নের পূর্ব ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।আরো পড়ুন:শিশুকে হত্যার পর গাছে উঠলেন যুবকগয়না হাতিয়ে নিতে দাদিকে হত্যা করেন নাতনি: পুলিশ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান সেন্টুকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে টুকু বাহিনীর লোকজন। ঘটনাস্থলেই মারা যান সেন্টু চেয়ারম্যান। এ ঘটনায় ওই বছরের ১ অক্টোবর নিহতের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়...