সীমান্তের ওপারে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে আবার প্রচণ্ড গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। টানা গুলিবর্ষণের কারণে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক মো. ইয়াসের (১৮) উখিয়া থাইংখালী ১২ নম্বর ক্যাম্পের জি-৫ ব্লকের মো. হাসুর ছেলে। থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেন জানান, রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের থাইংখালী এলাকায় গোলাগুলির ঘটনা শুনতে পেয়েছি। কিন্তু সেখান থেকে হঠাৎ রাতে একটি গুলি ছুড়ে এসে ১২ নম্বর জি-৫ ব্লকের বাসিন্দা মো. ইয়াসেরের পেটের নিচে লাগলে তিনি আহত হন। উপজেলার পালংখালি ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, উখিয়ার পালংখালী, থাইংখালী রহমতের বিল, বালুখালী ওপারের মিয়ানমার সীমান্তের বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে...