‘বিগ বস’-এর ঘরেই প্রেম, সেখানেই বিয়ে। আবার সেই বিয়ের ভাঙন নিয়েই একসময় সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন পর আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় তারকা সারা খান। প্রযোজক কৃষ পাঠককে বিয়ে করে নতুন জীবনে যাত্রা শুরু করেছেন তিনি; কিন্তু সুখবর জানানোর পরও শান্তিতে নেই সারা। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই চারদিক থেকে উঠছে কটাক্ষের ঝড়।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, চলতি বছরের ৮ অক্টোবর বিয়ে করেছেন সারা ও কৃষ। হাতে লাল চুড়ি, পরনে নীল চুড়িদার ও সিঁথিতে সিঁদুর, এই বেশে দেখা যায় তাকে। তার অনুসারীদের একাংশ শুভেচ্ছা জানিয়েছেন তাকে। কিন্তু নেটিজেনরা তাকে ভিন্নধর্মে বিয়ের জন্য আক্রমণ করেছেন। তাদের বক্তব্য, সারা ভিন্নধর্মে বিয়ে করে বিরাট পাপ করেছেন। ধর্ম অনুযায়ী, কখনই এই বিয়ে মেনে নেওয়া যায় না।আর এক নেটিজেন প্রশ্ন তুলেছেন,...