বাংলাদেশ জামায়াতে ইসলামী একদিকে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে রাজপথে সরব রয়েছে, অন্যদিকে তারা দুই শতাধিক প্রার্থীর প্রাথমিক তালিকা তৈরির মাধ্যমে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে। তবে এই নির্বাচনী প্রস্তুতি সত্ত্বেও, দলটির শীর্ষ পর্যায়ের পাঁচ নেতা আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে অংশ নিচ্ছেন না যেসব হেভিওয়েট নেতাদলীয় সূত্র নিশ্চিত করেছে, জামায়াতের পাঁচজন শীর্ষ নেতা আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন না:এহসানুল মাহবুব জুবায়ের (সহকারী সেক্রেটারি জেনারেল)এটিএম মাসুম (সহকারী সেক্রেটারি জেনারেল)মাওলানা আবদুল হালিম (সহকারী সেক্রেটারি জেনারেল)মাওলানা মুহাম্মদ শাহজাহান (সহকারী সেক্রেটারি জেনারেল)আ ন ম শামসুল ইসলাম (কেন্দ্রীয় নায়েবে আমির) দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের বৃহত্তর স্বার্থে এই চার সহকারী সেক্রেটারি জেনারেলকে নির্বাচনী দৌড়ে না রাখার কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মূল মনোযোগ...