ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক বাংলাদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার প্রচেষ্টা চলছে বলে জানা গেছে। তুর্কি কর্তৃপক্ষের প্রত্যাশা, আজ শুক্রবার (১০ অক্টোবর) তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে না পারলেও আশা প্রকাশ করেছে যে, আজই তাকে বিশেষ বিমানযোগে তুরস্কের রাজধানী আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। পোস্টে আরও বলা হয়, গত ৮ অক্টোবর শহিদুল আলমকে অবৈধভাবে আটক করার পরই জর্ডান, মিশর ও...