হংকং চায়নার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এশিয়ান কাপ বাছাইয়ের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি হামজাদের হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার স্তম্ভিত হয়ে যায় লাল-সবুজের দল। এমন হারে অনেকেই দায় দিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের ওপর। ৪-৩ গোলে হারার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ কাবরেরা বলেন, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’ বাংলাদেশ এই ম্যাচে শুরুতে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েও পরে ৩-১ গোলে পিছিয়ে যায় আবার। যোগ করা সময়ে শমিত সোমের গোলে সমতায় ফিরে ১ পয়েন্ট নিয়ে ফেরার আশা করছিল বাংলাদেশ। সে আশাও শেষ হয়ে যায় ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল খেয়ে। ম্যাচে বাংলাদেশের ভুলগুলো ছিল চোখে পড়ার মতো। হংকংয়ের গোলগুলো হয়েছে বাংলাদেশের ভুল থেকেই। তবে কাবরেরা এত শুধু ডিফেন্ডারদের দোষ দিতে রাজি নয়।...