১০ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও ওরাকজাই জেলায় সামরিক বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পর সেনা-পুলিশ যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়েছে। অভিযানে কমপক্ষে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস দমন প্রচেষ্টার একটি বড় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। অভিযানটি পরিচালিত হয়েছে ৮ অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর হামলার প্রেক্ষিতে। ওইদিন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা সেনাদের ওপর বন্দুক ও বোমা হামলা চালায়, যার ফলে ১১ সেনা নিহত হয়। হামলার পরে নিরাপত্তা বাহিনী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ অক্টোবর ওরাকজাই এবং খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় ব্যাপক অভিযান চালায়। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, ওরাকজাই জেলায় অভিযান চালিয়ে ৩০ জন সন্ত্রাসী ‘নরকে’ পাঠানো হয়েছে। সেনাবাহিনী...