ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের গোলটেবিল বৈঠকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন হলে বাংলাদেশের ছাত্রসমাজ ও নতুন প্রজন্ম ঝুঁকিতে পড়বে। একইসঙ্গে বাংলাদেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পল্টনে মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। জাগপা ছাত্রলীগের গোলটেবিল বৈঠক শেষে চা-চক্রে আড্ডায় বসে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমাদের দ্বন্দ্বের কারণে ফ্যাসিবাদীরা আবারও মানসিকভাবে শক্তিশালী হচ্ছে। আমরা ১৭ বছর সংগ্রাম করে এ দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করেছি। আমাদের মধ্যে এখন আর স্বার্থের দ্বন্দ্ব নয়, দেশের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ...