ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি অনুমোদন করার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। গাজা সিটির পূর্ব দিকে একটি স্থাপনা লক্ষ্য করে শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলা চালায় বলে আল জাজিরা জানিয়েছে। সেখানে কামানের গোলা ছোড়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এর কিছুক্ষণ আগে গাজার দক্ষিণের খান ইউনিস এলাকায় বিমান হামলারও খবর মিলেছে, জানিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে ইসরায়েলি সরকার অনুমোদনের দেওয়ার পর প্রথম খান ইউনিসে ওই হামলা হয়। এদিকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে লোকজনকে গাজা সিটির সীমানা থেকে দূরে থাকতে বলেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, শুক্রবার প্রথম প্রহরে ইসরায়েলের সরকার যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ায় গাজায় ২৪ ঘণ্টার মধ্যে...