কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ভেতর থেকে আবারও তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে সীমান্তবর্তী অন্তত সাতটি গ্রামে গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, ধামনখালী, থাইংখালী, বালুখালী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমপাড়ার বাসিন্দারা আতঙ্কে রাত জেগে কাটান। শুক্রবার ভোররাত আড়াইটার দিকেও থেমে থেমে গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের ভাষ্য, রাত ১১টা থেকে ১টার মধ্যে শব্দের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। উখিয়া (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বালুখালী বিওপির কাছাকাছি ওপার থেকে গুলির শব্দ শোনা গেছে। এরপর তাদের টহলও বাড়ানো হয়েছে। বিজিবির এ কর্মকর্তা বলেন, “আমরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বর্তমানে সীমান্তে পরিবেশ শান্ত রয়েছে।” আতঙ্ক ভরা কণ্ঠে থাইংখালীর শিক্ষক...