কয়েক বছর আগেও কিশোরগঞ্জের হাওর পাড়ের বালিখলা মাছের বাজারে দিনে কোটি টাকার দেশি জাতের মাছ বেচা-কেনা হলেও, এখন তা নেমে এসেছে অর্ধেকেরও নীচে। জেলেরা বলছেন, নিয়মিত জাল ফেললেও কয়েক বছর যাবত পর্যাপ্ত মাছ মিলছে না হাওরে। এদিকে, জলবায়ু পরিবর্তনজনিত কারণের পাশাপাশি মানবসৃষ্ট বহুবিদ কারণে হাওরে মাছের উৎপাদন কমছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওর পাড়ের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বালিখলা মাছের বাজার। জেলার হাওরাঞ্চল ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোণা থেকে এ বাজারে প্রতিদিন মাছ নিয়ে আসেন জেলেরা। মৎস্য বিভাগের হিসেব মতে, হাওরের মিঠা পানিতে প্রাকৃতিকভাবে ২৬০ প্রজাতির মাছ উৎপাদন হয়। অথচ, বর্তমানে বাজারে দেখা মিলছে ২০ থেকে ৩০ প্রজাতির। বাকি মাছের প্রজাতিগুলো প্রায় বিলুপ্তির পথে। এ কারণেও হাওরে মাছের সংখ্যা কমছে বলে ধারণা মাছ ব্যাবসায়ী ও জেলেদের। তাই এ ভরা...