ফিফা র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ উপরে হংকং। কিন্তু মাঠের খেলায় সেটা বুঝতেই দেয়নি বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার এশিয়ান কাপের বাছাইয়ে তুলনামূলক শক্তিশালী হংকংয়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে বাংলাদেশ। বলতে গেলে, ম্যাচে বাংলাদেশই ভালো খেলেছে। কিন্তু এরপরও বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে! শুরুতে হামজার গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ মুহূর্তে নিজেদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। শুধু একটি নয়, পরে বাংলাদেশ আরও তিনটি বড় ভুল করেছে, আর প্রত্যেকবার গোল পেয়েছে হংকং। তবুও একটা পর্যায়ে যোগ করা সময়ে স্কোরলাইন ৩-৩ করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশি বাজার আগে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় হাভিয়ের কাবরেরার শিষ্যদের। হেরে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলারদের পাশে দাঁড়াচ্ছেন সমর্থকেরা। বিশেষ করে হামজা চৌধুরী-সামিত সোম-জায়ানদের বুক চিতিয়ে লড়াইয়ে প্রশংসা করছেন। বাদ যাননি জাতীয় দলের ক্রিকেটাররাও। লিটন দাস, সৌম্য...