
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে বিশাল জনবল নিয়োগ দেবে সমন্বিত ৯ ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো তাদের সিনিয়র অফিসার (সাধারণ) পদে ১০১৭ জনকে কাজের সুযোগ দেবে।মঙ্গলবার (৭ অক্টোবর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে কৃষি ব্যাংকে। যোগ্যতা থাকলে এখনই আবেদন করে ফেলুন আপনিও।চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি—পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)আস-সুন্নাহ ফাউন্ডেশনে কাজের সুযোগ, থাকছে একাধিক সুবিধাপদ সংখ্যা: ১০১৭টিবেতন স্কেল: ২২০০০–৫৩০৬০ টাকা। নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাব্যাংকের নাম ও পদ সংখ্যা১. সোনালী ব্যাংক পিএলসি ১১৮টি২. অগ্রণী ব্যাংক পিএলসি ২০০টি৩. রূপালী ব্যাংক পিএলসি ৭৫টি৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২১টি৫. বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৮টি৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬টি৭. কর্মসংস্থান ব্যাংক ১৮টি৮. প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৭টি৯. পল্লী সঞ্চয় বাংক ১১৪টি১০. বাংলাদেশ হাউস...