গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ের ঘটনায় বর কামরুল হাসান কাকনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের ইছাপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। কামরুল হাসান কাকন জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ইছাপুরা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী...