ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলন হামাসের নজিরবিহীন এক আক্রমণের দ্বিতীয় বার্ষিকী চলে গেল ৭ অক্টোবর। ২০২৩ সালের ৭ অক্টোবরের এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলন হামাসের নজিরবিহীন এক আক্রমণের দ্বিতীয় বার্ষিকী চলে গেল ৭ অক্টোবর। ২০২৩ সালের ৭ অক্টোবরের এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। ইসরাইলের অভ্যন্তরে হামাসের আকস্মিক, সুসমন্বিত এবং নজিরবিহীন হামলা শুধু ইসরাইলকেই নয়, পুরো বিশ্বকেই হতভম্ব করেছিল। হামলায় কয়েক ঘণ্টার মধ্যে প্রায় দেড় হাজার ইসরাইলি নিহত, ২৫১ জনকে জিম্মি করে ধরে আনা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল ইসরাইলী সেনা। ইসরাইলের ৭০ বছরের ইতিহাসে এত অধিক সংখ্যক সেনা নিহত হয়নি। ঘটনার আকস্মিকতায় বিস্মিত হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে খ্যাত ইসরাইলী বাহিনী। এরপর অবশ্য গাজা উপত্যকায় ইসরাইলের নারকীয় প্রতিশোধমূলক অভিযান শুরু হয়।...