১৯৯৯ সালে হিমাচলপ্রদেশের শিমলায় জন্মগ্রহণ করেন সাহের বাম্বা। বাবা-মা, বোনের সঙ্গে সেখানেই তার বেড়ে ওঠা। শিমলা থেকে স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য মুম্বাই পাড়ি জমান। অবশ্য, মুম্বাই যাওয়ার নেপথ্যে অন্য একটি কারণও ছিল। শৈশব থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন সাহের। মুম্বাইয়ের একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন সাহের। স্নাতক ডিগ্রি অর্জনের পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন সাহের। পড়াশোনা শেষ করে অভিনয়ের জন্য নানা জায়গায় অডিশন দিতে শুরু করেন তিনি। ধরাবাঁধা আয়-রোজগার ছিল না বলে মুম্বাইয়ের একটি হোস্টেলে থাকতেন সাহের। আরো আটজন মেয়ের সঙ্গে সেই হোস্টেলের একটি ঘরে থাকতেন। গন্তব্য যত দূরেই হোক না কেন, খরচ কমানোর জন্য লোকাল ট্রেনেই যাতায়াত করতেন সাহের।আরো পড়ুন:কত টাকার সম্পদ রেখে গেছেন গায়ক জুবিন?প্রেক্ষাগৃহে আসছে ‘বান্ধব’ ২০১৬ সালে...