১০ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চন্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে দেবিদ্বার-চান্দিনা সড়কে এ মাছ ছেড়ে প্রতিবাদ করে। ক্ষুব্ধ হয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই রাস্তায় মানুষ আসা-যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটা ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন, মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।’ তিনি আরও বলেন, ‘দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে, মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।’ এলাকাবাসী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের...