১০ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম বহুল আলোচিত ওটিটি সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’- এর পর এবার বড় পর্দার জন্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তার নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমার নাম ‘দেলুপি’।২০২২সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ এবং২০২৪সালের ‘সিনপাট’—এই দুটি সিরিজই আঞ্চলিক গল্প ও বাস্তবতার নিখুঁত চিত্রায়ণের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার সেই ধারা বজায় রেখেই নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন এই নির্মাতা। এ প্রসঙ্গে নির্মাতা তাওকীর ইসলাম জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, তাদের বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির কাহিনি তৈরি করা হয়েছে। এটি কাল্পনিক বাস্তবতা হলেও দেশের সর্বস্তরের দর্শক এর সঙ্গে নিজেদের জীবন মেলাতে পারবেন। সিনেমার শুটিং থেকে শুরু...