কৃষক থেকে রাজধানীর খুচরা বাজারে পৌঁছতে পৌঁছতে সবজির দাম বেড়ে প্রায় চার গুণ হয়ে যাচ্ছে। ঘন ঘন হাতবদল, চাঁদাবাজি ও বাজার তদারকির দুর্বলতায় কৃষক থেকে দামের এই পার্থক্য তৈরি হচ্ছে। এতে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, ভোক্তাদেরও কিনতে হচ্ছে চড়া দামে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ সমস্যা সমাধানে কৃষি বিপণনকে অনলাইন ও অফলাইন দুটিতেই শক্তিশালী করাসহ বাজারব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে। বগুড়ার মহাস্থান হাটে কৃষকরা বেগুন বিক্রি করছেন ২৭ থেকে ৪০ টাকা কেজিতে, আর ঢাকায় সেই বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৮০ টাকা দরে। একইভাবে শিম কৃষক পর্যায়ে ৩৫ থেকে ৪০ টাকা, কিন্তু রাজধানীতে তা ১৬০ থেকে ২০০ টাকা। করলা বগুড়ায় ৩২ থেকে ৩৮ টাকা, অথচ ঢাকায় তা ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটির ক্ষেত্রেও একই চিত্র—বগুড়ায় দাম ৩০ থেকে...