১০ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম দীর্ঘ দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাস শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হয়ে স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর অর্থ হলো খুব শিগগিরই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরাইল নিজেদের সেনাদের নির্ধারিত একটি লাইনে সরিয়ে আনবে।’ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক বিবৃতিতে এই শান্তি চুক্তি সম্পর্কে জানিয়েছেন, পুরো জাতি জিম্মিদের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে এবং তারা আনন্দিত। অপরদিকে ট্রাম্প এবং এই চুক্তির সাথে সংশ্লিষ্ট দেশগুলোকে তা পুরোপুরিভাবে মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার আহ্বান জানিয়েছে হামাস। শান্তি চুক্তি সই হওয়ার খবরে...