গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, আজই তাকে বিশেষ বিমান যোগে আন্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। “যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আন্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন।” শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক জানিয়েছে, ফিলিস্তিনি সময় বুধবার সকাল ৬টার সময় (বাংলাদেশ সময় সকাল ৮টা) গাজা থেকে ১২০ নটিক্যাল মাইল (২২০ কিলোমিটার) দূরে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ‘কনশানস’সহ মোট ৮টি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় ‘সহিংসভাবে দখল করে’ নেয় ইসরায়েলের বাহিনী। প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, “জনাব আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর...