হামজা চৌধুরী যেন বিশ্বাসই করতে পারছেন না ঘরের মাঠে হংকং ম্যাচ থেকে কোনও পয়েন্ট আদায় করতে পারেননি তারা। শেষ মুহূর্তের গোলে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। আশা জাগালেও রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার হংকংয়ের মাঠে গিয়েই জয় ছিনিয়ে নিতে চান হামজা। গতকাল এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এবার আর মাত্র চারদিন পর আগামী ১৪ অক্টোবর সেই হংকংয়ের মাঠে গিয়েই তাদের বিপক্ষে খেলবে হামজা-জামালরা। এদিকে ঘরের মাঠে পরাজিত হলেও নিজেদের খেলায় উন্নতি হচ্ছে বলে মনে করেন হামজা। গত রাতের ম্যাচ থেকে কোনও পয়েন্ট না পাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না লেস্টার সিটির এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘এটা এমন একটা ম্যাচ ছিল, আসলে বুঝতে পারছি না অন্তত এক পয়েন্টও কিভাবে পেলাম...