আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া এবং ক্রীড়া সাংবাদিক টোটি পাসমানের মধ্যে তীব্র বাকযুদ্ধ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই বিরোধের সূচনা হয় পাসমানের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি ডি মারিয়ার স্ত্রী হরহেলিনা কারদোসোকে উদ্দেশ্য করে কটুক্তি করেছিলেন। এবার তার জবাব দিলেন ডি মারিয়া। ঘটনাটি রোজারিও সেন্ট্রাল এবং রিভার প্লেটের মধ্যকার সাম্প্রতিক একটি ম্যাচের। খেলা শেষে স্টেডিয়ামের ভিআইপি বক্সে কারদোসোকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এই দৃশ্য দেখে পাসমান তার স্ট্রিমিং অনুষ্ঠানে বলেন, ‘জর্হেলিনা, এটা ফুটবল। আর্জেন্টিনার ফুটবলে শারীরিক খেলা স্বাভাবিক ব্যাপার। আন্তোনেল্লা রোকুজ্জোর (লিওনেল মেসির স্ত্রী) মতো শান্ত হতে শেখো। নিজের দিকে তাকাও, তুমি কে যে এমন কথা বলবে?’ এই মন্তব্যের পরেই কারদোসো সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘তোমার কথা একদম ঠিক, টোন্টি। আমি মাঠে চেঁচিয়ে ভুল করেছি! হাত...