ফিলিস্তিনের গাজা সিটিতে হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। নিহত সেনার নাম মাইকেল মরদেখাই নাখমানি (বয়স ছাব্বিশ)। তিনি দিমোনা এলাকার বাসিন্দা এবং আইডিএফের প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ বিভাগের অধীন ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। স্নাইপার হামলার ঘটনাটি এমন সময় ঘটে, যখন মিশরে ইসরাইল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে। এর আগে গাজার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে...