কানাডা সুপার সিক্সটিতে দুঃস্বপ্নের একটি রাত কাটালেন সাকিব আল হাসান। বল হাতে বেদম পিটুনি হজমের পর ব্যাটিংয়ে নেমে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। ১০ ওভারের এই টুর্নামেন্টে ভ্যানকুভার কিংসের কাছে তার দল মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স হেরেছে ৮০ রানের বিশাল ব্যবধানে। ভ্যানকুভাবরে বৃহস্পতিবার রাতে আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। দুই ওপেনার ম্যাক চু ২৩ বলে ৮২ এবং নুমান আনোয়ার ১৭ বলে করেন ৪৪ রান। অধিনায়ক ডুয়াইন প্রিটোরিয়াসের ১৪ বলে ৫৩ রানের ঝড় বিশেষভাবে উল্লেখযোগ্য। এক ওভার বল করে মন্ট্রিয়েল অধিনায়ক সাকিব দিয়েছেন ২৭ রান! দুটি করে উইকেট নিয়েছেন ইসুরু উদানা এবং রায়ান হিগিনস। রান তাড়ায় নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল মন্ট্রিয়েলের। জস ব্রাউনের ১০ বলে ৩৯...