১০ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম দীর্ঘ প্রবাস জীবনের সাফল্যের আড়ালে লুকিয়ে থাকে বহু বেদনার ইতিহাস, পরিবার-সমাজ-রাষ্ট্রের অবহেলায় ভেঙে পড়ে তাদের শেষ বয়স। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রবাসী আয় বা রেমিট্যান্স। প্রতি বছর কোটি কোটি টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে বিরাট অবদান রাখছেন বিদেশে কর্মরত প্রবাসীরা। বিশেষ করে, মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমজীবীরা দেশের রেমিট্যান্স প্রবাহে সবচেয়ে বড় অংশ যোগান দেন। কিন্তু বেদনাদায়ক বিষয় হলো, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসে অনেকেই সুখ-স্বাচ্ছন্দ্যের পরিবর্তে পান অবহেলা, নিঃসঙ্গতা আর অসহায়ত্ব। প্রশ্ন জাগে, কেন দেশের অর্থনীতির এ নায়কেরা শেষ বয়সে এতটা অবহেলিত? বাংলাদেশি প্রবাসীরা বিদেশের মাটিতে জীবন কাটান অগণিত কষ্ট ও ত্যাগ স্বীকার করে। বিশেষ করে, মধ্যপ্রাচ্যের নির্মাণকাজ, গৃহপরিচারনা কিংবা নি¤œ আয়ের চাকরিতে নিয়োজিত শ্রমিকরা ভোর থেকে গভীর...