১০ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের নকল ছাপাখানায় অভিযান চালায় পুলিশ। অবৈধ এই ছাপাখানা থেকে চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বাংলাবাজার এলাকা সূত্রাপুরের ডালপট্টি মোড়ের হেমন্ত দাস রোড এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে এইচএসসির বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্য নিয়ে পাটুয়াটুলীর চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এই অভিযানে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক ড. মো. ছাইদুর রহমান। অভিযানে এনসিটিবির কর্মকর্তাদের সাথে সহায়তা করেন সূত্রাপুর থানা পুলিশ। ড. মো. ছাইদুর রহমান বলেন, এইচএসসির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৩টি বই–সাহিত্যপাঠ, সহপাঠ ও...