মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চলতি আসরে একটি ভেন্যুতে বোলারদের নেয়া ৪৪ উইকেটের মধ্যে স্পিনাররা নিয়েছে ৩৩টি। সেই গৌহাটিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে দুদলেরই তৃতীয় ম্যাচ এটি। বাংলাদেশের স্পিন আক্রমণ ও শক্তি নিয়ে চিন্তিত কিউইরা, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বললেন নিউজিল্যান্ড অলরাউন্ডার এমিলিয়া কের। ওয়ানডেতে নিউজিল্যান্ডকে এখনও হারাতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে লড়ে হেরে যায় নিগার সুলতানা জ্যোতিদের দল। লাল-সবুজরা শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গৌহাটিতে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এমিলিয়া তার আগে বলেছেন, ‘দুই ম্যাচ পরেও আমরা ইতিবাচক। বিশ্বকাপে আমরা টিকে আছি। মাঠের কন্ডিশন নিয়েও পর্যালোচোনা করছি। যদি এভাবে ভাবি, বাংলাদেশের স্পিনাররা বেশ ভালো। এমনকি তারা ওপেনিংয়েও স্পিনার টানতে পারে।’ ‘নিজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে মনোনিবেশ করছি। বাংলাদেশের স্পিনারদের আক্রমণ...