উড়ন্ত ট্যাক্সির কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এক্ষেত্রে, জার্মানির ভোলোকপ্টার এবং লিলিয়াম কোম্পানি অনেক আশা দেখিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে, কোম্পানি দুটি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। শহরে ব্যবহারের জন্য, জার্মানির ভোলোকপ্টার কোম্পানি উড়ন্ত ট্যাক্সি তৈরির পরিকল্পনা করেছিল। আর লিলিয়াম কোম্পানির পরিকল্পনা ছিল, অল্প দূরত্বে যাওয়ার জন্য মিনি-জেট তৈরি। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই, তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করে। তাদের পরিকল্পনা ছিল আকাশছোঁয়া, কিন্তু সেই তুলনায় খুব কম পথই তারা পাড়ি দিতে পেরেছে। বলা যায়, টেক-অফের আগেই ক্র্যাশ-ল্যান্ডিং করেছে তারা। লিলিয়ামের হ্যাঙ্গারে, যেখানে আগে সাংবাদিকদের যাওয়া নিষিদ্ধ ছিল, সেখানে আমরা লিলিয়াম জেটের একটি অর্ধেক কাজ হওয়া প্রোটোটাইপ দেখতে পেয়েছি। লিলিয়ামের জন্য বিনিয়োগকারী খোঁজার চেষ্টা করা হলেও, এখনও সফল হওয়া যায়নি। প্রতিষ্ঠার প্রায় এক দশক পরেও, লিলিয়াম কখনও আকাশে জেট উড়াতে সক্ষম হয়নি।...