জানা গেছে, বাজারে সব পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত থাকবে। যা দেখে ক্রেতারা সহজে পণ্য ক্রয় করতে পারবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সাত হাজার বর্গফুটের একটি সুপার শপও করা হচ্ছে। কয়েকজন উদ্যোক্তা মিলে কৃষকের বাজারটি বাস্তবায়ন করছেন। জায়গাটি আগামী ১০ বছরের জন্য ভাড়া নিয়েছেন তারা। এরই মধ্যে বাজারের অবকাঠামো নির্মাণে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে উদ্যোক্তারা দাবি করেছেন। সবজি, পেঁয়াজ, রসুন, আলু, মাছ-মাংস বিক্রির জন্য আলাদা করে বড় বড় শেড তৈরির করা হয়েছে। গরু ও মুরগির মাংস বিক্রির জন্যও আলাদা শেড করা হয়েছে। কৃষকদের জন্য বাজারব্যবস্থার পাশাপাশি ক্রেতাদের নানা সুবিধা নিশ্চিত করা হচ্ছে। বাজারের একপাশে একটি ফুড কোর্ট স্থাপন করা হয়েছে। এই ফুড কোর্টে প্রায় ৩০ থেকে ৩৫টি ফাস্ট ফুডের দোকান থাকবে। সাত হাজার স্কয়ার ফিটের একটি...