এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষিত হবে আজ (১০ অক্টোবর)। সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন। শান্তিতে নোবেল জয়ীকে বেছে নেন নরওয়েজিয়ান নোবেল কমিটি, যা পাঁচজন সদস্য নিয়ে গঠিত। রাজনৈতিক দলগুলোর সুপারিশে তাদের নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট। আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে বর্ণিত মানদণ্ড পূরণ করে বিশ্বের যে কেউ এই পুরস্কার পেতে পারেন। উইলে বলা হয়েছে, পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে ‘যিনি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বাড়াতে, স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বাধিক বা শ্রেষ্ঠ অবদান রেখেছেন।’ পুরস্কার কমিটির সচিব এবং কমিটির কাজের প্রস্তুতি তদারক নিয়োজিত ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, ‘পুরস্কারটি বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হয়’। পুরস্কার কমিটির সচিব আলোচনায়...