ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। আপত্তি ওঠার পর এ সিদ্ধান্ত নেয় চারুকলা কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারও শরৎ উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটি। কিন্তু বুধবার ৮ অক্টোবর রাতে চারুকলা কর্তৃপক্ষ জানায়, গোলযোগ হওয়ার আশঙ্কায় সেখানে অনুষ্ঠান করা যাবে না। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট সমকালকে বলেন, আমরা নিয়ম মেনে বকুলতলার জায়গাটি ভাড়া নিয়েছিলাম, এমনকি ২৬ হাজার টাকা ভাড়াও পরিশোধ করা হয়েছে। কিন্তু সন্ধ্যার পর আমাদের জানানো হয়, অনুষ্ঠান করা যাবে না। তিনি জানান, চারুকলা কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে, অনুষ্ঠানে গোলযোগ হতে পারে। যদিও সংগঠনের হাতে অনুষ্ঠান করার লিখিত অনুমতি ছিল। লিখিত অনুমতি থাকা সত্ত্বেও অনুষ্ঠান না করার কারণ জানতে চাইলে মানজার বলেন, আমাদের অনুষ্ঠান সকাল সাড়ে...