পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম পটুয়াখালীর দশমিনায় সবুজ মৃধা (২৫) নামে মাদকাসক্ত যুবকের দায়ের কোপে শাফায়েত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। ঘটনার পর জনরোষ থেকে বাঁচাতে চাম্বল গাছের মগডালে ওঠেন অভিযুক্ত। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে নামিয়ে এনে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে ঘটনাটি ঘটে।আরো পড়ুন:যাত্রী বহনে রাজি না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখমচোরাই মোবাইল উদ্ধার অভিযানে ৫ পুলিশ আহত, আটক ৩ মারা যাওয়া শাফায়েত একই গ্রামের জামাল বেপারীর ছেলে। আহতরা হলেন- মুইন হাসান (৮), নাছিমা (৩২), মরিয়ম (৩২) ও বাবুল সরদার (৪৭)। অভিযুক্ত সবুজ তাদের প্রতিবেশী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সবুজ মাদকের টাকার জন্য প্রায়ই পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখাতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী জামাল বেপারীর বাড়িতে প্রবেশ...