ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে’। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, গতকাল রাতে, মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষ বলেছিলেন এমন কিছু হবে না। আমরা যুদ্ধ শেষ করেছি… অনেক দীর্ঘ পরিধিতে। আমি মনে করি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে। আমার প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হবে।’ ইসরাইলি জিম্মিরা আগামী সোম অথবা মঙ্গলবার মুক্তি পাবেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘জিম্মিদের মুক্তি দিন হবে আনন্দের দিন। আমরা মিশরে যাব এবং সেখানে...