১০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের নাম ঘোষণা নিয়েই বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে পুরস্কারের যোগ্য দাবি করলেও, বিশেষজ্ঞ ও নরওয়ের নোবেল কমিটি এই বছর তার নাম ঘোষণা করবে না বলে মত প্রকাশ করেছেন। নোবেল শান্তি পুরস্কার বিশ্বে শান্তি, মানবাধিকার, গণতন্ত্র এবং আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রদত্ত একটি সম্মান। পুরস্কারের নাম ঘোষণার দিন হচ্ছে স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (০৯০০ জিএমটি)। এই দিনে ৩৩৮ জন ব্যক্তি ও সংস্থার মনোনয়ন বিবেচনা করে পাঁচ সদস্যের নোবেল কমিটি বিজয়ীর নাম প্রকাশ করবে। ট্রাম্প নিজেকে আটটি সংঘাত সমাধানের মাধ্যমে পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করলেও, বিশেষজ্ঞরা মনে করেন, অন্তত এই বছর কমিটি তাকে বেছে নেবে না।...