সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ আবারও সংশোধন করে এরই মধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)-এর অধীনে থাকা সব মামলা বাতিল করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ডিএসএ-তে সাজাপ্রাপ্ত এবং অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন। এছাড়া, তদন্তাধীন সব কার্যক্রমও বাতিল বলে গণ্য হবে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ এর ধারা ৫০ সংশোধন করে নতুন একটি উপ-ধারা (৪ক) যুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে।নতুন যুক্ত হওয়া উপ-ধারা...