নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি কিছুটা ভ্যাপসা ভাবও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এর আগের দিন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার সকালে নেমে দাঁড়ায় ২৬ ডিগ্রিতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি...