ম্যাচ তো নয় যেন নখ কামড়ানো স্নায়ুক্ষয়ী টেনশন। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে গোল হজম এবং হার। অভাবনীয় ও অপ্রত্যাশিত হারে হতাশায় ভেঙে পড়া হামজা চৌধুরী মাঠে বসে পড়েন। মাথা নাড়েন বিস্ময়ে, হতাশায়। এটা কী হলো! এভাবেও কি হারা যায়! হামজার গোলেই ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর আরও গোল হয়। শেষ পর্যন্ত সাত গোলের থ্রিলার ম্যাচে ৪-৩ ব্যবধানে বাংলাদেশের হার না-মানা হার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জীবন-মরণ ম্যাচে নিজেদের মাঠে হেরে কার্যত আশা শেষ হয়ে গেল জামাল ভূঁইয়াদের। ম্যাচ শেষে ক্ষুব্ধ দর্শকরা সব রাগ-হতাশা ঝেড়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ওপর। ক্ষুব্ধ লাল-সবুজ ভক্তদের কাঠগড়ায় কোচ। তাদের রাগের কারণ, আবারও একাদশ নির্বাচনে কোচের অদূরদর্শিতা ও অপরিপক্বতা। ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে উত্তেজিত সমর্থকরা যমুনা টেলিভিশনকে বলেন,...