১০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক গাজায় শান্তিচুক্তি সম্পাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন এনে দিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। রুবিও বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প আটটি আরব বা মুসলিম-অধ্যুষিত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইল–হামাস সংঘাতের অবসান এবং যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এর পর ট্রাম্প ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুজনেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা রূপরেখার প্রতি সম্মতি জানান। রুবিও বলেন, এর পর ট্রাম্পের আলোচক দল কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসকে...