ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলের কাছাকাছি এলাকায় শুক্রবার (১০ অক্টোবর) ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন গবেষণা সংস্থা ফিভলক্স। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর ফিলিপাইনসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলের মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ফিভলক্স জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দাবাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় এলাকার উপকূলে যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাত (আফটারশক) সম্পর্কে সতর্ক করেছে। সংস্থার আরও জানায়, ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে বসবাসকারী মানুষ যেন অবিলম্বে উঁচু স্থানে আশ্রয় নেয় বা স্থলভাগের আরও গভীরে চলে যায়, কারণ স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার...