নিজস্ব প্রতিবেদক : স্পেনের ভূমধ্যসাগরীয় দ্বীপগুলো সাধারণত অবকাশযাপন, রোদে গা ভেজানো আর উৎসবের জন্য বিখ্যাত। মায়োর্কা, মেনোরকা, ইবিজা কিংবা ফরমেন্তেরার নাম অনেকেরই জানা। কিন্তু এসব জনপ্রিয় দ্বীপের আড়ালে এক নিভৃত দ্বীপ রয়েছে— নুয়েভা টাবার্কা, যা পর্যটনের দাপট থেকে এখনও অনেকটাই সুরক্ষিত। এই দ্বীপটির দৈর্ঘ্য মাত্র ১,৮০০ মিটার এবং প্রস্থ ৪০০ মিটার। স্থায়ীভাবে বসবাস করেন মাত্র প্রায় ৫০ জন। এটিই স্পেনের স্থায়ীভাবে জনবসতিপূর্ণ সবচেয়ে ছোট দ্বীপ। তবে আয়তনে ছোট হলেও ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে এটি বেশ সমৃদ্ধ। ‘নুয়েভা’ শব্দের অর্থ ‘নতুন’। এ নামটির পেছনে রয়েছে ইতিহাস। ১৬ শতকে ইতালির জেনোয়ার লোমেলিনি পরিবার তিউনিসিয়ার তাবার্কা দ্বীপে প্রবাল আহরণের অনুমতি পায়। ১৭৪১ সালে ওসমান শাসকের দখলে গেলে সেখানকার অনেক বাসিন্দা বন্দি হন। তাদের মধ্যে কিছু মানুষ মুক্তি পেয়ে স্পেনে আশ্রয় নেন। স্পেন সরকার...