হংকংয়ের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে শমিত সোমের গোলের পর বাংলাদেশের খেলোয়াড় ও দর্শকরা উচ্ছ্বাস নিয়ে বের হওয়ারই পরিকল্পনা করছিল। প্রাবাসী এই ফুটবলারের সমতায় ফেরানোর গোলের পর স্টেডিয়ামজুড়ে বাঁধবাঙা উল্লাসটা তাই বলে দিচ্ছিল। কিন্তু দৃশ্যপট পাল্টে যায় ম্যাচের একদম শেষ মুহূর্তের গোলে। লড়াই করেও নিজেদের ভুলে হেরে ফিরেছে বাংলাদেশ। আর এই শমিতই ম্যাচের বেশিরভাগ সময় ছিলেন বেঞ্চে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। এতে এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘শমিত প্রায় দুই মাস ইনজুরিতে ছিল। তাই আমরা আগেই আলোচনা করেছিলাম, ওকে যেন দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় নামানো যায়। ওর...