কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল নারী নেতৃত্বের সক্রিয় উপস্থিতি। কেউ রাজপথে বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছেন, কেউ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে আন্দোলনকে বেগবান করেছেন। তবে আন্দোলনের প্রায় এক বছর পরও এসব নারী সমন্বয়ক ও অ্যাক্টিভিস্টদের ঘিরে চলছে অপতথ্যের অপপ্রচার—যার অধিকাংশই হয়রানিমূলক ও মানহানিকর। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার–এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অন্তত আটজন নারী সমন্বয়ক ও অ্যাক্টিভিস্টকে জড়িয়ে ৩২টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত মুখ ফারজানা সিঁথি। তাকে ঘিরে অন্তত ১৫টি ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে, যার মধ্যে একটি ছাড়া বাকিগুলোই তৈরি হয়েছে এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে। এর পরেই রয়েছেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা, যাকে...