বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবার খোলামেলা কথা বললেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। পর্দার খিলাড়ি এবার জানালেন, বাস্তব জীবনে তার ক্যারিয়ারে ‘বিজয়’ এনে দিয়েছে তার স্ত্রী টুইঙ্কেল খান্না। দাম্পত্য জীবনের বহু বছর পর অভিনেতার এই স্বীকারোক্তি যেন নতুন আলো ফেলেছে বলিউডের এক আদর্শ দম্পতির সম্পর্কের গল্পে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টুইঙ্কেল খান্না ও কাজল যৌথভাবে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অক্ষয় কুমার ও সাইফ আলী খান। এই পর্বটি আবেগময় ও হাস্যরসে পূর্ণ; যেখানে অক্ষয় ও টুইঙ্কেল তাদের দাম্পত্য জীবন, ভাগ্য এবং টুইঙ্কেল কীভাবে অক্ষয়ের ‘লেডি লাক’ হলেন, তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।তাদের সম্পর্ক ও বিয়ে শুধুই প্রেমের ওপর নির্ভর ছিল না। বরং অনেকগুলো বিষয় যাচাই-বাছাইয়ের পর টুইঙ্কেল তাকে বিয়ে করতে রাজি হন বলে জানান অক্ষয় কুমার।...