নিহত শিব শংকর রায় (৫৮) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনিসহ দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মিয়া (৫৭) একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঘটনাস্থলে মারা যান শিব শংকর রায়।পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে দুই শিক্ষক মোটরসাইকেলে করে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। অধ্যাপক আসাদুজ্জামানের হাত-পায়ে মারাত্মক জখম হয়েছে এবং তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন।রাকসু নির্বাচন /জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারের ‘ভোট চাইছেন’ শেখ হাসিনা!ওসি বলেন, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া।...