ইসরায়েল সরকার শুক্রবার হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে। এর ফলে গাজায় ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ হবে এবং এরপর ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তিটি অনুমোদিত হয় শুক্রবার ভোরে, প্রায় একদিন পর যখন মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির ঘোষণা দেন। এই সমঝোতা অনুযায়ী, ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে। এই উদ্যোগের পেছনে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি গত দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এই পরিকল্পনা এনেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর ইংরেজি ভাষার ‘এক্স’ অ্যাকাউন্টে লেখেন, ‘সরকার এইমাত্র একটি কাঠামো অনুমোদন করেছে, যার মাধ্যমে জীবিত ও মৃত—সব জিম্মিদের মুক্তি সম্ভব হবে।’ দুই বছর ধরে চলা যুদ্ধে গাজায় ৬৭,০০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধ...