সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি। এককভাবে সরকার গঠনের অবস্থায় আমরা রয়েছি। ফেব্রুয়ারির ভোটের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে গণমিছিলপূর্ব সভায় এ কথা বলেন তিনি। এমরান আহমদ চৌধুরী বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মাণের এক সুস্পষ্ট রূপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকার গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে তিনি আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতার স্বাদ নেওয়া মানুষের জনগণের প্রতি জবাবদিহি থাকে না, এটাই স্বাভাবিক। ফলে উন্নয়নের...